১৫ আগস্ট, ২০২৪ পরিণীতা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে Hoichoi ওটিটিতে। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা, গৌরব এবং| অদিতি রায়।
সিরিজের কাহীনি সংক্ষেপ:
এক কালজয়ী প্রেমের গল্প নিয়ে রচিত হয়েছে পরিণতা ওয়েব সিরিজ। সময়টা ব্রিটিশ শাসনামলের। চারিদিকে আন্দোলন চলছে বঙ্গভঙ্গ থামাতে। এমন সময় গুরুচরণ মেয়ের বিয়ের ব্যাবস্থা করেছেন। কিন্তু বিয়ের পিরিতে বসে পাত্র সাত হাজার টাকা পণ চেয়ে বসেছেন। ফলে মেয়ের অমঙ্গল ঠেকাতে পণের টাকার জন্য দারস্থ্য হন এলাকার এক বিত্তবানের নিকট। তিনি টাকা দেন ঠিকি তবে ভিটেবাড়ির দলিল বন্ধক রেখে।
এরপর সেই দেনার টাকা শোধ দেন গ্রীনবাবুর থেকে টাকা নিয়ে। যদিও ভালোমনে টাকাটা দিয়েছিলেন, কোনো সূদের কথাও বলেনি। কিন্তু কিছুদিন পরে সেই টাকার বিনিময়ে গুরুচরণকে ধর্ম পরিবর্তন করতে হয়। ফলস্বরূপ এলাকার সবাই মিলে তাকে একঘরে করার ইচ্ছা পোষণ করে।
এমনসময় জানা যায় গুরুচরণ তার ভাগ্নে ললিতাকে বিক্রি করে দিয়েছে। ফলে তার বিয়ে ঠিক হয়। যদিও সে বিয়ে শেষ পর্যন্ত হয়নি। এদিকে ললিতার মামা মৃত্যুর পূর্বে ললিতাকে শেখরের হাতে তুলে দিয়ে যান।
সেই থেকে ললিতা শেখরের বাসায় আছেন। একসময় শেখর বিয়ে করতে রাজি হন। ফলে সব আয়োজন চলতে থাকে। অথচ শেখরের বৌদি জানতেন ললিতা শেখররে ভালোবাসে, আবার শেখরো ভালোবাসে। কিন্তু কেউ কাউকে চাইতে পারেনা। কারণ শেখর জানে ললিতা পরস্ত্রী, অন্যদিকে ললিতা জানে শেখর তাকে নিজের স্ত্রী মনে করেনা।
এ এক কঠিন কাহীনি। ঠিকভাবে গুছিয়েও বলতে পারছিনা। অনেক প্যাচ আছে কাহীনিতে। যদি আপনি কেটে কুটে দেখার চেষ্টা করেন তবে কিছুই বুঝতে পারবেননা। সিনেমার কাহীনি এবং অভিনয় অসাধারণ হয়েছে। আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে।
পরিণীতা ওয়েব সিরিজ ডাউনলোড লিংক
Parineeta Movie Download Link
File Size: 1.42 GB
Duration: 2:48:01 hours
![Download Link Download Link](https://www.movied.link/wp-content/uploads/2024/12/Download-Link-Arrow.gif)
১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
——————
পরিণীতা ওয়েব সিরিজ অনলাইনে দেখতে Play Now বাটন প্রেস করুন
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।