Last updated on December 15th, 2024 at 05:19 pm
প্রেমে পড়া বারণ মুভিটি ২০২৪ সালে আড্ডা-টাইমসে মুক্তি পায়। মুভিটিতে রণ এবং মিতুলের মধ্যকার গভীর ভালোবাসা এবং ভালোবাসতে না পারার দারুণ কাহীনি ফুটিয়ে তুলেছেন পরিচালক অরিজিৎ চক্রবর্তী।
রণ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় এলাকার এক মাস্টার মশাই তাদেরকে বকা-ঝকা করে। তাই রণ ও তার বন্ধুরা প্রতিশোধ নিতে চায়। এজন্য সবাই মিলে রণকে পাঠায় মাস্টারের বৌকে চুমু খাওয়ার জন্য। সেদিন মাস্টারের বাসার ছাদে স্বরস্বতী পুজোর অনুষ্ঠান হচ্ছিল। এক সময় বিদ্যুৎ চলে যায়, তাই সুযোগ বুঝে রণ চুমু খায়। তবে ভুলবসত মাস্টারের বৌকে চুমু না খেয়ে মিতুল নামের একটি মেয়েকে চুমু খায়। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। রণ এবং মিতুলের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়। কিন্তু হঠাৎ মিতুলের বিয়ে ঠিক হয়। এজন্য মিতুল রণকে বুঝায়, যেন সে সবকিছু ণুলে যায়। কিন্তু বিয়টা অনেক জটিল হয়ে যায়। একদিন রণ মিতুলের বাবাকে বোঝাতে বাড়িতে আসে। এসময় মিতুলের সাথে বিয়ে ঠিক হওয়া সেই ছেলেটিও ছিল। একপর্যায়ে রণ সেই ছেলেটিকে প্রচন্ড মারে। এই কারণে রণকে পুলিশ ধরে নিয়ে যায়।
একপর্যায়ে মিতুল মানসিক ভার্সাম্য হারিয়ে ফেলে। রণ নানাভাবে মিতুলের সেবা করে। ডাক্তারের পরামর্শে রণ মিতুলকে নিয়ে সেই স্বরসতী পুজার অনুষ্ঠানের ন্যায় সাজানো একটি অনুষ্ঠানে নিয়ে যায়। যেখানে সে পূর্বের কাজগুলো করে। এতে মিতুল আবারো তার স্মৃতি ফিরে পায়। কিন্তু সর্বশেষ এক বছরে ঘটে যাওয়া সব কিছু সে ভুলে যায়। ফলে রণকে এখন মিতুল খবার ছেলে মনে করে। তাই মিতুলকে ভালো রাখতে রণ আর কোনো দিন তার সামনে আসতে পারবেনা। এক কথায় বলতে গেলে ভালোবাসা ছিল আছে, কিন্তু প্রেমে পড়া বারণ।
প্রেমে পড়া বারণ এর অভিনয়শিল্পী তালিকা
- রণ চরিত্রে অনিন্দ্য সেনগুপ্ত
- মিতুল চরিত্রে দেবচন্দ্রিমা
প্রেমে পড়া বারণ মুভি ডাউনলোড
Preme Pora Baron Movie Download
File Size: 665 MB
Duration: 2:34:15 hours
১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।