Last updated on December 14th, 2024 at 04:18 pm
বাহুবালি 2 মুভিটি ২০১৭ সালের ২৮ এপ্রিল ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পায়। মুভিটিতে বাহুবলি চরিত্রে অভিনয় করে সারা বিশ্বে প্রসংশা অর্জন করেছেন তেলুগু অভিনেতা প্রভাস।
ভারতের সর্বাধিক জনপ্রিয় হিন্দি মুভিগুলোর মধ্যে বাহুবলি ২ অন্যতম। বাহুবলি অর্থাৎ প্রভাসের সাথে জুটি বেধেছেন অনুষ্কা শেট্টি এবং তামান্না ভাটিয়া। প্রভাসের ডাবল পার্ট রয়েছে এই মুভিটিতে। যেখানে বাহুবলির সাথে অনুষ্কা শেট্টি এবং তার ছেলে অমরেন্দ্র বাহুবলির সাথে তামান্না ভাটিয়া জুটি বেধেছেন।
বাহুবলি সিরিজের ১ম অংশ মুক্তির পর থেকেই দর্শক অধীর আগ্রহে ছিলেন কখন ২য় অংশ মুক্তি পাবে। এই দীর্ঘ অপেক্ষার ইতি টেনে যখন মুক্তি পায়, তখন চারিদিকে বাহুবলির জয়জয়কার শুরু হয়। মুভিটিতে এক অপ্রতিরোধ্য বিরের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে ভালোবাসার মানুষকে পাবার জন্য বাহুবলি তার সিংহাসন ছেড়ে দেয়। কিন্তু শত্রুরা ভয় পাচ্ছিল, কারণ সাধারণ মানুষ বাহুবলিকে অনেক পছন্দ করতো। সকল সমস্যার সমাধানের জন্য বাহুবলির নিকট আসতো। এতে করে শত্রুপক্ষ অর্থাৎ বাহুবলির পরিবর্তে যিনি রাজা হয়েছেন, তিনি বাহুবলিকে হত্যার জন্য নানা কৌশল অবলম্বণ করতে থাকেন। একপর্যায়ে বাহুবলির প্রিয় মামা কাটাপ্পাকে বাধ্য করা হয় বাহুবলিকে হত্যা করার জন্য। পরবর্তীতে বাহুবলির ছেলে আমেন্দু আহুবলি শত্রুদের পরাজিত করে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেন।
বাহুবলি 2 এর অভিনয়শিল্পী তালিকা
- বাহুবলি ও অমরেন্দ্র বাহুবলির চরিত্রে প্রভাস
- দেবসেনা (বাহুবলির স্ত্রী) চরিত্রে অনুষ্কা শেট্টি
- অবন্তিকা (অমরেন্দ্র বাহুবলির প্রেমিকা) চরিত্রে তামান্না ভাটিয়া
- ভাল্লাল দেব চরিত্রে রানা দজ্ঞুবাতি
- কাটাপ্পা চরিত্রে সত্যরাজ
- শিবগামী চরিত্রে রামাইয়া কৃষ্ণন
- বিজালা দেব চরিত্রে নাসার
বাহুবলি 2 ফুল মুভি ডাউনলোড
Baahubali 2 Full Movie Download (Hindi)
File Size: 1.87 GB
Duration: 2:23:45 hours
১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।