মানুষ মুভি ডাউনলোড – Manush Movie Download

Last updated on December 12th, 2024 at 05:14 pm

মানুষ-চাইল্ড অব ডেসটিনি মুভি

বাংলাদেশ ও ভারতীয় যৌথ মুভি মানুষ-চাইল্ড অব ডেসটিনি (মানুষ মুভি) হল একটি ২০২৩ সালের বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার মুভি। সঞ্জয় সোমাদ্দার রচিত ও পরিচালিত এই মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ, সুস্মিতা চ্যাটার্জি, জিতু কামাল এবং বিদ্যা সিনহা সাহা মিম। এই মুভির মাধ্যমে ভারতীয় বাংলা চলচ্চিত্রে বাংলাদেশী পরিচালক “সঞ্জয় সোমাদ্দারের” পরিচালনায় অভিষেক হয়। গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও জিৎজ ফিল্মওয়ার্কসের ব্যানার অধীনে মুভিটি প্রযোজনা করেছেন সুপারস্টার জিৎ, গোপাল মাদনানি ও অমিত জুমরানি। এই মুভিটি বাঘা যতীন ও চেঙ্গিজ মুভির পরে হিন্দিতে মুক্তিপ্রাপ্ত তৃতীয় বাংলা মুভি। মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি এবং অনিক ধর।

মুভিটির শুটিং শুরু হয় ২০২২ সালের ১৬ ডিসেম্বর। পুরুলিয়া, কলকাতা শহর ও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় একটানা ৪০ দিন চিত্রগ্রহণ করা হয়। মুভির প্রথম অফিসিয়াল বাংলা টিজার ২০২৩ সালের ১৪ অক্টোবর প্রকাশিত হয় এবং হিন্দি টিজার ২০২৩ সালের ১৫ অক্টোবর প্রকাশিত হয়৷ দুটি টিজারই “গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে” প্রকাশিত হয়৷ আবশেষে জিৎজ ফিল্মওয়ার্কস (পশ্চিমবঙ্গ), এএ ফিল্মস (হিন্দি ডাব) ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট (বাংলাদেশ) এর মাধ্যমে মুভিটি ২০২৩ সালের ২৪ নভেম্বর ভারতে মুক্তি পায় এবং ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায়।

অভিনয়ে:

  • অর্জুন মুখার্জির চরিত্রে জিৎ
  • অর্জুনের মেয়ে মিলি মুখার্জির চরিত্রে আয়না চ্যাটার্জি
  • মান্নানের চরিত্রে জিতু কামাল
  • কাজল চরিত্রে সুস্মিতা চ্যাটার্জি
  • মন্দিরার চরিত্রে বিদ্যা সিনহা সাহা মিম
  • আকবরের চরিত্রে সৌরভ চক্রবর্তী
  • দিওয়ান জির চরিত্রে কৌশিক চক্রবর্তী
  • অর্জুনের বসের চরিত্রে প্রদীপ ধর
  • কুন্তল চরিত্রে প্রান্তিক ব্যানার্জি
  • মজিদের চরিত্রে দেবপ্রতিম দাশগুপ্ত
  • সোমনাথ কর
  • ভাস্কর দেব
  • সুমিত গাঙ্গুলি

কাহিনী সংক্ষেপ:

অর্জুন (জিৎ) একজন মধ্যবিত্ত সৎ পুলিশ অফিসার যে তার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসে এবং তার জন্য সে সব কিছু করতে পারে। অর্জুনের শত্রু মান্নান (জিতু কামাল) একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং নির্মম অপরাধী। যাইহোক, কিছু পরিস্থিতিতে ধীরে ধীরে অর্জুন একটি অমানবিক মানুষ হয়ে, যার ফলে তিনি একজন মাদকের মালিক এবং “ভিক্টর” নামে অপরাধী হয়ে ওঠেন। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং টাকার জন্য আন্ডারওয়ার্ল্ডে মাদকের সাথে কারবার চালিয়ে যায়। যেখানে মান্নান তার সমস্ত অপরাধ বন্ধ করে আন্ডারওয়ার্ল্ড ছেড়ে চলে যায় এবং দরিদ্র শিশুদের সাহায্য করে শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করে। শীঘ্রই ভাগ্যের চাকা ঘুরে যাওয়াতে ভিক্টরকে তিনি বোঝাতে থাকেন এবং একজন শত্রুও যে সত্যিকারের বন্ধু হতে পারে সেটা বোঝানের চেষ্টা করেন।

সঙ্গীত:

মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি অনিক ধর এবং আহমেদ হুমায়ুন। আর ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন আনবু শেলভান। বাংলা গান লিখেছেন প্রাঞ্জল, শ্রীজাত, সঞ্জয় সোমাদ্দার ও রিভো এবং হিন্দি গান লিখেছেন প্রশান্ত ইঙ্গোল, শ্লোকে লাল এবং পাঁচি জলনভি। গায়ক হলেন শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, রূপম ইসলাম, অভয় যোধপুরকর এবং শাশ্বত সিং।

বাংলায় “তুমি আমারি হবে” এবং হিন্দিতে “উদ্দ জাউন তেরে সাং” শিরোনামের প্রথম এককটি ৩১ অক্টোবর ২০২৩-এ মুক্তি পায়। উভয় ভাষায় দ্বিতীয় এককটি ১৪ নভেম্বর ২০২৩-এ প্রকাশিত হয়৷ তৃতীয় এককটি ২০ নভেম্বর ২০২৩-এ প্রকাশিত হয়৷ চতুর্থ এককটি ২২ নভেম্বর ২০২৩-এ প্রকাশিত হয়৷
———————–
————————–
ডাউনলোড করুন নিচের লিংক থেকে। ১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে ডাউনলোড করবেন।




১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
——————
মানুষ মুভি অনলাইনে দেখতে Play Now বাটন প্রেস করুন

Play Now Manush Movie

কোনো কারণে ডাউনলোড না হলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।

আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।

Scroll to Top