কাছের মানুষ দূরে থুইয়া নাটকটি মুক্তি পেয়েছে ২২ ফেব্রুয়ারি ২০২৪ চরকিতে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান।
নাটকের কাহীনি সংক্ষেপ:
প্রীতম হাসান নাটকটিতে একজন বুয়েটিয়ান ছাত্র। একদিন তিনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন, এমন সময় পিছন থেকে একটি মেয়ে এসে সাহায্য চায়। মেয়েটিকে কিছু লোক ফলো করছিল। তাই প্রিতমের সাথে হাটতে চাচ্ছে। কিন্তু প্রিতম বুদ্ধি দেয়, ভো দৌঁড় দেওয়ার জন্য। দৌঁড়াতে গিয়ে মেয়েটির জুতা ছিড়ে যায়। এভাবেই তাদের মাঝে পরিচয় এবং সম্পর্ক গড়ে ওঠে।
প্রিতম বুয়েট পাশ করে বিদেশ চলে যায় কাজের জন্য। এদিকে মেয়েটি (তাসনিয়া ফারিণ) তার অপেক্ষায় প্রহর গুণতে থাকে। একদিন ভিডিও কলে প্রিতমের বাসায় একটি মেয়েকে দেখে ফেলে তাসনিয়া। সম্ভবত লিভ টুগের করছে তারা, ফলে সন্দেহ সৃষ্টি হয়।
একসময় যে মানুষটাকে খোলা বইয়ের মতো মনে হতো, এখন তাকে অজানা মনে হয়। একসময় প্রতম ফিরে আসে, কিন্তু সম্পর্কের মাঝের দূরত্ব কাটেনা। এভাবে নানান ঘটনার মধ্য দিয়ে চলতে থাকে নাটকের কাহীনি। বাকি গল্প আর বলবোনা। নিচে দেওয়া লিংক থেকে খুব সহজেই নাটকটি ডাউনলোড করে দেখতে পারবেন।
কাছের মানুষ দূরে থুইয়া নাটক ডাউনলোড লিংক
Kacher Manush Dure Thuiya Natok Download Link
File Size: 1.8 GB
Duration: 2:24:22 hours
১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
——————
কাছের মানুষ দূরে থুইয়া নাটক অনলাইনে দেখতে Play Now বাটন প্রেস করুন
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।