চঞ্চল চৌধুরী পদাতিক মুভি – Padatik Movie

Last updated on November 29th, 2024 at 02:53 pm

চঞ্চল চৌধুরী পদাতিক মুভি

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ভারতীয় বাংলা ভাষার পদাতিক মুভি হল একটি জীবনীমূলক মুভি। মুভিটি মৃণাল সেনের বায়োপিক কেন্দ্র করে তৈরি করা হয়েছে। ফ্রেন্ডস কমিউনিকেশন ব্যবনারের অধীনে মুভিটি প্রযোজক করেছেন ফিরদৌসুল হাসান এবং এর শ্রেষ্ঠাংশে চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষ অভিনয় করেছেন।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় শুরুতে পদাতিক ওয়েব সিরিজ আকারে “মৃণাল সেনের” বায়োপিক তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে মত পালটে মুভি তৈরি করার পরিকল্পনা করেছেন। কলকাতায় মৃণাল সেনের বায়োপিক “পদাতিক” মুভির শ্যুটিং শুরু হয় ২০২৩ সালের ১৫ই জানুয়ারি থেকে। মুভিটি ২০২৩ সালের শেষের দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারনে তা স্থগিত করা হয়।

বলিউডের কিংবদন্তি অভিনেতা “অমিতাভ বচ্চন” তার নিজের ফেসবুকে “পদাতিক” মুভির পোস্টার শেয়ার করেন। তিনি চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে মুভিটির জন্য শুভকামনা জানিয়েছেন।

অভিনয়ে:

  • মৃণাল সেন চরিত্রে চঞ্চল চৌধুরী
  • গীতা সেন চরিত্রে মোনামী ঘোষ
  • কুনাল সেন চরিত্রে সম্রাট চক্রবর্তী
  • রাজনৈতিক কর্মী চরিত্রে ধৃতিমান চ্যাটার্জি
  • রোহিত বাসফোর
  • সিমি গারেওয়াল
  • জোছন দস্তিদার
  • বিজন ভট্টাচার্য
  • কোরক সামন্ত
  • তপন দাস
  • এছাড়াও নাম না জানা আরো অনেক গুনী শিল্পী এই মুভিতে অভিনয় করেছেন।

মৃণাল সেনের সংক্ষিপ্ত জীবনী:

ভারতীয় বিখ্যাত বাংলা মুভির চিত্রনাট্যকার, লেখক ও পরিচালক ছিলেন মৃণাল সেন। সত্যজিৎ রায়ের সাথে এক বন্ধনীতে উচ্চারিত হতো তার নামও।

জন্ম:

মৃণাল সেন তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ব বঙ্গের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের একটি শহরে ১৯২৩ সালের ১৪ মে মাসে বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন:

মৃণাল সেনের শিক্ষাজীবন শুরু করেণ ফরিদপুরে এবং সেখানেই তিনি উচ্চবিদ্যালয়ের শিক্ষা সম্পর্ন্ন করেন। তারপর তিনি কলকাতায় চলে যান পড়াশোনার করার জন্য, সেখানে গিয়ে স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন এবং কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

প্রাথমিক কর্মজীবন:

তিনি চল্লিশের দশকে সমাজবাদী সংস্থা ইন্ডিয়ান পিপ্‌লস থিয়েটার অ্যাসোসিয়েশন (আইপিটিএর) সঙ্গে যুক্ত হন এবং এর মাধ্যমেই তিনি সমমনভাবাপন্ন মানুষদের কাছাকাছি আসেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তিনি একজন ওষুধ বিপননকারী, একজন সাংবাদিক এবং মুভিতে শব্দ কলাকুশলী হিসাবে কাজ করেন।

রাজনৈতিক দর্শন:

ছাত্রাবস্থায় থাকা কালিন তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সাথে যুক্ত হন। যদিও তিনি কখনই কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন না। পরবর্তীতে রাষ্ট্রপতির মনোনীত সদস্য হয়ে তিনি ভারতের পার্লামেন্টেও যান।

মুভি পরিচালনা:

মৃণাল সেনের প্রথম পরিচালিত মুভি ১৯৫৫ সালে “রাত-ভোর” মুক্তি পায় যার প্রয়োজনা করেছেন এস.বি.প্রোডাকশন্স। কিন্তু এই মুভিটি খুব বেশি সাফল্য পায়নি। তার দ্বিতীয় ছবি ১৯৫৮ সালে “নীল আকাশের নিচে” মুক্তি পায় এবং এই মুভির মাধ্যমেই তিনি স্থানীয় পরিচিতি লাভ করেন। এরপরে তার তৃতীয় মুভি ১৯৬০ সালে “বাইশে শ্রাবণ” মুক্তি পায় যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। এর পরে এক এক করে অনেক বিখ্যাত মুভি তিনি উপহার দিয়েছেন।

ভিন্ন ভাষার মুভি পরিচালনা:

মৃণাল সেন বাংলা ভাষা ছাড়াও বেশ কিছু উড়িয়া, হিন্দি ও তেলেগু ভাষায় মুভি নির্মাণ করেছেন। ১৯৬৫ সালে প্রথম হিন্দি মুভি “কাঁচ কাটা হীরে” নির্মান করেন, তারপরে ১৯৬৬ সালে “মাটির মনিষা” ওড়িয়া ভাষায় নির্মান করেন এবং ১৯৭৭ সালে “ওকা উরি কাথা” তেলুগু ভাষার মুভি নির্মান করেন।

পুরস্কার ও সম্মান:

মৃণাল সেন পরিচালিত মুভিগুলির প্রায় সব গুলোই বড় মুভি উৎসব থেকে পুরস্কার লাভ করেছেন। ভারত ও তার বাইরের অনেক বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। মৃণাল সেন “ইন্টারন্যাশন্যাল ফেডারেশন অফ দি ফিল্ম সোসাইটির” প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
  • ভারত সরকার দ্বারা ১৯৮১ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।
  • দাদাসাহেব ফালকে পুরস্কার পান ২০০৫ সালে।
  • ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল অবধি ভারতীয় সংসদের সাম্মানিক সদস্যপদ লাভ করেন।
  • মৃণাল সেনকে ফরাসি সরকার “কম্যান্ডার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস” সম্মানে সম্মানিত করেন।
  • রাশিয়ার প্রেসিডেন্ট “ভ্লাদিমির পুতিন” ২০০০ সালে তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন।

মৃত্যু:

২০১৮ সালের ৩০ই ডিসেম্বর (৯৫ বছর বয়সে) বাংলা চলচ্চিতের কিংবদন্তি পরপারে পাড়ি জমান।
———————–
————————–
ডাউনলোড করুন নিচের লিংক থেকে। ১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে ডাউনলোড করবেন।



কোনো কারণে ডাউনলোড না হলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।

আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।

Scroll to Top