Last updated on November 29th, 2024 at 02:51 pm
বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র তৈরি হয়ে আসছে। আমাদের দেশের সুস্থ ধারার চলচ্চিত্রগুলোর মধ্যে একটি বড় অংশ জুড়ে রয়েছে এই মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গুলো। এ চলচ্চিত্রগুলোর অনেক গুলোতে সরাসরি যুদ্ধের ভয়াবহতা উঠে এসেছে। আবার কিছু মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রে পরোক্ষভাবে এর ভয়াবহতাকে তুলে ধরা হয়েছে।
এছাড়াও কিছু চলচ্চিত্র নির্মান করা হয়েছে যুদ্ধ পরবর্তীকালীর ও যুদ্ধের পূর্বকালীন আবস্থার উপর ভিত্তি করে। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র গুলো দেশের প্রভাব, রাজনৈতিক, সামাজিক ও বাস্তব পরিস্থিতি নিয়ে তৈরি। যা আমাদের মনকে নাড়িয়ে দেয়, কত কষ্ট দুঃখ দুর্দশার মধ্য দিয়ে তারা নিজেদের প্রানের মায়া ত্যাগ করে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে। সেই সব মানুষের কথা স্মরণ করে বাংলার পরিচালকেরা প্রতি বছর এই মুক্তিযুদ্ধের মুভি তৈরি করেন। আপনি যদি বাংলাদেশের যুদ্ধের ছবির তালিকা দেখতে চাল তাহলে আজকের পুরো পোষ্ট মন দিয়ে দেখুন। এখানে আমরা (১৯৭০ সাল) থেকে শুরু করে এখন পর্যান্ত যত গুলো মুক্তিযুদ্ধের সিনেমা তৈরি করা হয়েছে তার একটি তালিকা দেওয়া হল।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবির তালিকা
মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সমূহ:
- জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া (১৯৭০ সাল)
- আনন্দ পরিচালিত বাঘা বাঙালী (১৯৭২ সাল)
- ফখরুল আলম পরিচালিত জয় বাংলা (১৯৭২ সাল)
- মমতাজ আলী পরিচালিত রক্তাক্ত বাংলা (১৯৭২ সাল)
- সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২ সাল)
- চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা ১১ জন (১৯৭২ সাল)
- আলমগীর কবির ধীরে বহে মেঘনা (১৯৭৩ সাল)
- কবীর আনোয়ার পরিচালিত শ্লোগান (১৯৭৩ সাল)
- আলমগীর কুমকুম পরিচালিত আমার জন্মভূমি (১৯৭৩ সাল)
- খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ (১৯৭৩ সাল)
- আনন্দ পরিচালিত কার হাসি কে হাসে (১৯৭৪ সাল)
- চাষী নজরুল ইসলাম পরিচালিত সংগ্রাম (১৯৭৪ সাল)
- নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল (১৯৭৪ সাল)
- মোহাম্মদ আলী/ এস আলী পরিচালিত বাংলার ২৪ বছর (১৯৭৪ সাল)
- হারুন-উর-রশিদ পরিচালিত মেঘের অনেক রঙ (১৯৭৬ সাল)
- শহীদুল হক খান পরিচালিত কলমীলতা (১৯৮১ সাল)
- নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত একাত্তরের যীশু (১৯৯৩ সাল)
- হারুনুর রশীদ পরিচালিত আমরা তোমাদের ভুলব না (১৯৯৩ সাল)
- কাজী হায়াৎ পরিচালিত সিপাহী (১৯৯৪ সাল)
- হুমায়ূন আহমেদ পরিচালিত আগুনের পরশমণি (১৯৯৪ সাল)
- তানভীর মোকাম্মেল পরিচালিত নদীর নাম মধুমতি (১৯৯৫ সাল)
- চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙ্গর নদীর গ্রেনেড (১৯৯৭ সাল)
- খান আতাউর রহমান পরিচালিত এখনো অনেক রাত (১৯৯৭ সাল)
- নাজির উদ্দীন রিজভী পরিচালিত ৭১ এর লাশ (১৯৯৮ সাল)
- তানভীর মোকাম্মল পরিচালিত চিত্রানদীর পারে (১৯৯৯ সাল)
- শামীম আখতার পরিচালিত ইতিহাস কন্যা (২০০০ সাল)
- বি.এম সাল)াউদ্দিন পরিচালিত একজন মুক্তিযোদ্ধা (২০০১ সাল)
- শামীম আখতার পরিচালিত শিলালিপি (২০০২ সাল)
- তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না (২০০২ সাল)
- তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা (২০০৪ সাল)
- হুমায়ূন আহমেদ পরিচালিত শ্যামল ছায়া (২০০৪ সাল)
- চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ (২০০৪ সাল)
- মোরশেদুল ইসলাম পরিচালিত খেলাঘর (২০০৬ সাল)
- চাষী নজরুল ইসলাম পরিচালিত ধ্রুবতারা (২০০৬ সাল)
- মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত স্পার্টাকাস’৭১ (২০০৭ সাল)
- খিজির হায়াত খান পরিচালিত অস্তিত্বে আমার দেশ (২০০৭ সাল)
- তানভীর মোকাম্মেল পরিচালিত রাবেয়া (২০০৮ সাল)
- মুশফিকুর রহমান গুলজার পরিচালিত নিঝুম অরন্যে (২০১০ সাল)
- নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা (২০১১ সাল)
- রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরজান (২০১১ সাল)
- মোরশেদুল ইসলাম পরিচালিত আমার বন্ধু রাশেদ (২০১১ সাল)
- মাসুদ আখন্দ পরিচালিত পিতা (২০১২ সাল)
- শাহজাহান চৌধুরী পরিচালিত আত্মদান (২০১২ সাল)
- আনোয়ার শাহাদাত পরিচালিত কারিগর (২০১২ সাল)
- বদরুল আনাম সৌদ পরিচালিত খন্ড গল্প’ ৭১ (২০১২ সাল)
- তানভীর মোকাম্মেল পরিচালিত জীবনঢুলী (২০১৩ সাল)
- মিজানুর রহমান শামীম পরিচালিত ৭১ এর গেরিলা (২০১৩ সাল)
- মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত যুদ্ধশিশু (২০১৪ সাল)
- সাদেক সিদ্দিকী পরিচালিত হৃদয়ে ৭১ (২০১৪ সাল)
- মনসুর আলী পরিচালিত ৭১-এর সংগ্রাম (২০১৪ সাল)
- জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার (২০১৪ সাল)
- গোলাম মোস্তফা শিমুল পরিচালিত অনুক্রোশ (২০১৪ সাল)
- শাহ আলম কিরণ পরিচালিত ৭১ এর মা জননী (২০১৪ সাল)
- সোহেল আরমান পরিচালিত এইতো প্রেম (২০১৫ সাল)
- মানিক মানবিক পরিচালিত শোভনের স্বাধীনতা (২০১৫ সাল)
- সুুুমন ধর পরিচালিত অমি ও আইসক্রিমওয়ালা (২০১৫ সাল)
- মোরশেদুল ইসলাম পরিচালিত অনিল বাগচীর একদিন (২০১৫ সাল)
- মান্নান হীরা পরিচালিত একাত্তরের ক্ষুদিরাম (২০১৬ সাল)
- দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বায়ান্ন থেকে একাত্তর (২০১৬ সাল)
- মুুুুশফিকুর রহমান ও গুলজার পরিচালিত লাল সবুজের সুুর (২০১৬ সাল)
- শামীম আখতার পরিচালিত রীনা ব্রাউন (২০১৭ সাল)
- তাহের শিপন পরিচালিত একাত্তরের নিশান (২০১৭ সাল)
- ফাখরুল আরেফিন/ খান পরিচালিত ভুবন মাঝি (২০১৭ সাল)
- আবির খান ও রাশেদ শামীম পরিচালিত পোস্টমাষ্টার ৭১ (২০১৮ সাল)
- মাসুদ পথিক পরিচালিত মায়া দ্য লস্ট মাদার (২০(১৯ সাল)
- তানভীর মোকাম্মেল পরিচালিত রূপসা নদীর বাঁকে (২০(২০ সাল)
- তৌকির আহমেদ পরিচালিত স্ফুলিঙ্গ (২০২১ সাল)
- হাবিবুর রহমান পরিচালিত অলাতচক্র (২০২১ সাল)
- সাইদুল আলম টুুুুটুল পরিচালিত কালবেলা (২০২১ সাল)
- শাহরিয়ার নজিম ও জয় পরিচালিত প্রিয় কমলা (২০২১ সাল)
- নুুুুরুল আলম আতিক পরিচালিত লাল মোরগের ঝুুুুটি (২০২১ সাল)
- রায়হান রাফি পরিচালিত দামাল (২০২২ সাল)
- কাজী হায়াৎ পরিচালিত জয় বাংলা (২০২২ সাল)
- এম সাখাওয়াত হোসেন পরিচালিত বীরাঙ্গনা ৭১ (২০২২ সাল)
- মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আশীর্বাদ (২০২২ সাল)
- মিজানুর রহমান শামীম পরিচালিত ৭১-এর একখন্ড ইতিহাস (২০২২ সাল)
- রোজিনা পরিচালিত ফিরে দেখা (২০২৩ সাল)
- অরণ্য আনোয়ার পরিচালিত মা (২০২৩ সাল)
- অন্যান্য মামুন পরিচালিত রেডিও (২০২৩ সাল)
- মানিক মানবিক পরিচালিত আজব ছেলে (২০২৩ সাল)
- হৃদি হক পরিচালিত (১৯৭১ সেই সব দিন (২০২৩ সাল)
- খিজির হায়াত খান পরিচালিত ওরা ৭ জন (২০২৩ সাল)
- পঙ্কজ পালিত পরিচালিত একটি না বলা গল্প (২০২৩ সাল)
- ফাখরুল আরেফিন খান পরিচালিত জেকে (১৯৭১ (২০২৩ সাল)
- শ্যাম বেনেগাল পরিচালিত মুুুুজিব একটি জাতির রুপকার (২০২৩ সাল)
নোট, মুক্তিযুদ্ধ চলাকাল সময়ে মার্কিন চলচ্চিত্রকার “লিয়ার লেভিন” “জয় বাঙলা” নামে একটি চলচ্চিত্র নির্মার্ণের কাজ শুরু করেছিলেন কিন্তু তা শেষ করতে পারেন নি।
নির্মাণাধীন মুক্তিযুদ্ধের মুভি:
- অনম বিশ্বাস পরিচালিত ফুুুুটবল ৭১
- জাহিদ হোসেন পরিচালিত সূবর্ণভূমি
- দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব কুমার পরিচালিত অপারেশন জ্যাকপট
———————–
————————–
ডাউনলোড করুন নিচের লিংক থেকে। ১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে ডাউনলোড করবেন।
কোনো কারণে ডাউনলোড না হলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।