৭ই জুন ২০২৪ ভারতীয় মালায়ালাম সিনেমা গোলাম (Golam) হিন্দি ভার্সনে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি একটি গোয়েন্দা বা অপরাধধর্মী সিনেমা।
কাহীনি সংক্ষেপ:
আইজ্যাক জন, ভি-টেক কোম্পানির এমডি ছিলেন। তাকে অফিসের রেস্টরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। অথচ দরজা ভিতর থেকে বন্ধ। জানা যায় জন সিওপিডিতে ভুগছিলেন। তাই প্রথমে দুর্ঘটনা বলে মনে হলেও, এএসপি সন্দীপ খুন করা হয়েছে বলে সন্দেহ করেন।
জনের ব্যবসায়িক পার্টনার গিবসনকে সন্দেহ করা হয়। এরপর দেখা যায় জনের উইল অনুযায়ী তার সম্পত্তি ভাই ইভান পাবে, তাই গিবসনকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর একজন কর্মচারীর ব্যাগে ঘুমের ওষুধ পাওয়া যায়। ফোন লোকেশন থেকে জানা যায়, কর্মচারীরা ডঃ কুরিয়াকোস নামে একজন নিউরোসার্জনের রোগী ছিলেন।
ডঃ কুরিয়াকোস জানান, কর্মচারীরা অজান্তেই ভি-ফার্মার মানব মিউটেজেন ভাইরাস (HMV) প্রতিষেধকের গিনিপিগ ছিলেন। অফিসের খাবার ও পানীয়তে প্রতিষেধক দেওয়া হতো, যা তাদের স্বাস্থ্য ও মানসিক সমস্যার কারণ হয়।
কর্মচারীদের স্থায়ী স্বাস্থ্য সমস্যা ও মানসিক যন্ত্রণার সৃষ্টি হয়। ফলে ক্ষুব্ধ কর্মচারীরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ তাদের ধারণা ছিল, জনকে আইনে মাধ্যমে সাজা দেওয়া সম্ভব হবেনা। যেহেতু তিনি ধনী ও ক্ষমতাশালী ছিলেন।
সন্দীপ সিসিটিভি ফুটেজ দেখে তাদের হত্যার কৌশল বুঝতে পারেন। তারা পরিকল্পনা করে জনকে রেস্টরুমে পাঠায়। সেখানে তাকে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বাইরে চলতে থাকা ভ্যাকুয়াম ক্লিনারের শব্দে তার চিৎকার কেউ শুনতে পায়নি।
এরপর সন্দীপ ঘটনাটি দুর্ঘটনা হিসেবে রিপোর্ট করেন, কারণ তার বিবেক বলে যে কর্মচারীরা প্রকৃত অপরাধী নয়। গিবসনও ভি-ফার্মার অবৈধ কাজে জড়িত ছিল। সন্দীপ ডঃ কুরিয়াকোসের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ল্যাব তদন্তে নামেন। শেষে গিবসন নতুন এমডি হিসেবে জনের অফিসে বসে, আর কর্মচারীরা তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে।
গোলাম হিন্দি মুভি ডাউনলোড লিংক
Golam Hindi Movie Download Link
File Size: 1.23 GB
Duration: 1:58:19 hours
১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
——————
গোলাম মুভি অনলাইনে দেখতে Play Now বাটন প্রেস করুন
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।