প্রধান মুভি ডাউনলোড লিংক - Pradhan Movie Download Link

প্রধান মুভি

প্রধান মুভি ২০২৩ সালে মুক্তি পায়। জনপ্রিয় চিত্রনায়ক দেব মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন। অন্যায়ের বিরুদ্ধে সৎ ও সাহসী পুলিশ অফিসার হিসেবে দেবকে ফুটিয়ে তোলা হয়েছে পুলিশ অফিসার দীপক প্রধানের চরিত্রে।

মুভির শুরুর দিকে দেখা যায় পুলিশ অফিসার দীপক প্রধানের বদলি আদেশ হয়েছে। তাই নতুন কর্মস্থল ধর্মপুর যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছেন। সব কিছু গুছিয়ে নিজের স্ত্রীকে সাথে নিয়ে পৌঁছান নতুন কর্মস্থল ধর্মপুরে। সেখানে জীবন কৃষ্ণ নামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে বাসা ভাড়া নেন।

এরপর গ্রাম ঘুরে দেখতে বের হন স্থানীয় থানার সাব-ইন্সপেক্টর বিবেক রায়ের সাথে। কিছু পথ যেতেই তিনি দেখতে পান অনেক মানুষ একটি পুকুর ভরাট করার কাজে বাধা দিচ্ছে। তাই মূল সমস্যাটা কি তা দেখতে এগি যান দীপক প্রধান। সেখানে দেখা যায় বেশ কিছু লোক বেআইনিভাবে পুকুর ভরাট করছে। এটা অনেক বড় একটি পুকুর। যেখানে গ্রামের মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। তাই তারা পুকুর ভরাট বন্ধ করতে অনেক অনুরোধ করছে।

গ্রামবাসির পক্ষ হয়ে দীপক প্রধান পুকুর ভরাটে বাধা দেয়। এই খবর পৌছে যায় সেই গ্রামের নির্বাচিত প্রধানের কাছে। কিন্তু আসলে তিনি কোনো নির্বাচিত প্রধান ছিলেননা। বিগত ১৫ বছর ধরে সেই গ্রামে কোনো নির্বাচন হয়না। কেউ নির্বাচনে দাড়াতে চাইলে তাকে নানাভাবে বাধা দেয় এই নেতা।

কিন্তু এইবার ঘটনা উলটো দিকে ঘুরে যায়। এলাকার সকল অন্যায় কাজে বাধা দিতে থাকেন পুলিশ অফিসার দীপক। ফলে নানাভাবে তার শত্রু বাড়তে থাকে। কিন্তু সব বাধা পার করে ধর্মপুরে শান্তি ফিরিয়ে আনেন দী[ক প্রধান। এরপর  বদলি আদেশ আসে। গ্রামবাসির থেকে নিদায় নিয়ে রওনা হন নতুন ঠিকানায়।


প্রধান মুভির অভিনয়শিল্পী তালিকা

  • দীপক প্রধান চরিত্রে দেব
  • জীবন কৃষ্ণ সরকারের চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়
  • জীবন কৃষ্ণের স্ত্রী শান্তি সরকার চরিত্রে মমতা শঙ্কর
  • দীপকের দাদির চরিত্রে সাবিত্রী চ্যাটার্জি
  • দীপকের স্ত্রী রুমি প্রধান চরিত্রে সৌমিত্রিষা কুন্ডু
  • বিবেক রায়ের চরিত্রে সোহম চক্রবর্তী
  • যতলেশ্বর মুখার্জির চরিত্রে অনির্বাণ চক্রবর্তী
  • প্রদীপের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য
  • রতন চরিত্রে কাঞ্চন মল্লিক
  • প্রদীপের স্ত্রী শিখার চরিত্রে কোনেনিকা ব্যানার্জি
  • যতলেশ্বরের স্ত্রী জোবা মুখোপাধ্যায় চরিত্রে সোহিনী সেনগুপ্ত
  • দীপকের সিনিয়র অফিসার হিসেবে অনন্যা ব্যানার্জি
  • ইন্সপেক্টর দত্ত চরিত্রে সুজন মুখার্জি
  • বিবেকের বোনের চরিত্রে রূপসা চক্রবর্তী
  • দীপকের বাবার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী
  • দীপকের মায়ের চরিত্রে তুলিকা বসু
  • জীবন ছেলের চরিত্রে জন ভট্টাচার্য
  • বিশ্বজিৎ ঘোষ মজুমদার
  • খরাজ মুখার্জি
  • বিশ্বনাথ বসু
  • স্নেহা বসু
  • অরিন্দল বাগচী
  • দেবাশীষ মন্ডলসহ আরো অনেকে।

প্রধান মুভি ডাউনলোড

Pradhan Movie Download
Video Quality: 720p HD
Duration: 2:40:09 hours

movied.link logo