Last updated on November 29th, 2024 at 03:43 pm
ভারতীয় বাংলা-ভাষার একটি প্রণয়ধর্মী কমেডি সিনেমা হল কিশমিশ যা ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত হয়। এই ছবিটি] পরিচালনা ও রচনা করছেন রাহুল মুখোপাধ্যায়। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে] এম কে মিডিয়া এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র ও দেব। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন জুন মালিয়া, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু এবং কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটি বক্স অফিসে হিট ঘোষিত হয়।
অভিনয়ে
- চরিত্রে দেব
- রুক্মিণী মৈত্র
- খরাজ মুখোপাধ্যায়
- অঞ্জনা বসু
- কমলেশ্বর মুখোপাধ্যায়
- জুন মালিয়া
- এছাড়াও নাম না জানা আরো অনেকে অভিনয় করেছেন
কিসমিশ কাহিনী সংক্ষেপ
কৃষাণের মা আদর করে তাকে টিনটিন বলে ডাকে। মুভির শুরুতে দেখা যায় টিনটিন [দেব] এবারো প্রতি বছরের ন্যায় ফেল করেছে। তাই তাকে পড়াশুনার জন্য কলকাতা পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে টিনটিনের নিজেকে আদুভাই বলে মনে হয়।
একদিন টিনটিনের বন্ধুরা তাকে রোহিণী নামে একটি মেয়ের কাছে পাঠিয়ে দেয়, একমিনিট কথা বলার জন্য।] সেখানে গিয়ে তুমুল মারামারি হয় টিনটিন আর রোহিনীর মধ্যে। এরপর তাদের শিক্ষকের রুমে নিয়ে যাওয়া হয়। আর শিক্ষক তাদের শাস্তি দেয়। আর এখান থেকে তাদের মধ্যে ভালো সম্পর্কে গড়ে উঠতে শুরু করে। তারপর একদিন টিনটিন রোহিনীকে ভালোবাসার কথা বলে। কিন্তু রোহিনী টিনটিনকে না বলে দেয়। এর জন্য টিনটিন ভেঙ্গে পড়ে । এরপর হটাৎ একদিন রোহিনী টিনটিনকে ফোন দেয় আর তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। রোহিণী + টিনটিনের ভালোবাসা কথা তারা তাদের বাবা মাকে বলে দেয়। এরপর তাদের দুই পরিবারে মধ্যে দেখা হয়, আর টিনটিনের মা রোহিনীর বাবাকে দেখে সেখান থেকে চলে যায়। আর তারা বিয়েতে অমত জানায়। রোহিনী আর টিনটিন কিছু বুঝতে পারে না। কিন্তু পরে জানতে পারে রোহিনীর বাবা ও টিনটিনের মা একে অপরকে ভালোবাসতেন। রোহিনীর বাবার কারণে তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি। অন্য দিকে রোহিণী টিনটিনের মাকে আর টিনটিন রোহিণীর বাবাকে রাজি করানো চেষ্টা করছে। অবশেষে দুজনকে রাজি করাতে পেরেছে।
একনজরে | “কিশমিশ” মুভির বিবরণ |
---|---|
পরিচালক | রাহুল মুখোপাধ্যায় |
প্রযোজক | দেব |
শ্রেষ্ঠাংশে | দেব, রুক্মিণী মৈত্র |
প্রযোজনা কোম্পানি | দেব এন্টারটেইনমেন্ট ও ভেঞ্চারস এম.কে মিডিয়া |
দৈর্ঘ্য | ১৪১ মিনিট |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত দেশ | ভারত |
মুক্তির তারিখ | ২৯ এপ্রিল ২০২২ |
নির্মাণব্যয় | ১ কোটি ৫০ লক্ষ |
আয় | ২ কোটি ৬০ লক্ষ (প্রায়) |
কিশমিশ ফুল মুভি ডাউনলোড লিংক
কিশমিশ ফুল মুভি ডাউনলোড করার জন্য নিচে ৩টি লিংক দেওয়া হয়েছে। উক্ত ৩টি লিংকের মধ্যে ১টি লিংক থেকে কিশমিশ ফুল মুভি ডাউনলোড করতে পারবেন। তাই নিচে দেয়া ৩টি লিংকেই ট্রাই করুন। কারণ যে কোনো একটি লিংক থেকে “কিশমিশ” মুভি ডাউনলোড হবে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Kishmish Full Movie Download Link 1
File Size: 1.22 GB
Duration: 2:12:56 Hours
Kishmish Movie Download Link 2
File Size: 1.22 GB
Duration: 2:12:56 Hours
Kishmish Download Link 3
File Size: 1.22 GB
Duration: 2:12:56 Hours
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।