Last updated on November 29th, 2024 at 03:48 pm
বেশ করেছি প্রেম করেছি হল ২০১৫ সালের মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা ভাষার প্রণয়ধর্মী মারপিট মুভি। রাজা চন্দ দ্বারা পরিচালিত এই মুভিটির প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা ও নিসপাল সিং। জিৎ ও কোয়েল মল্লিক এই মুভিটির প্রধান চরিত্র অভিনয় করেছেন। মুষিটি ১৭ই জুলাই ২০১৫ সালে মুক্তি পায়।
অভিনয়ে
- আদিত্য চরিত্রে জিৎ
- রাই চরিত্রে কোয়েল মল্লিক
- নেপাল দাসের চরিত্রে খরাজ মুখার্জি
- রাঘব সিনহার চরিত্রে পুনিত ইসার
- দিবাকর চরিত্রে আশীষ বিদ্যার্থী
- দেবার চরিত্রে শতাফ ফিগার
- মেহবুবের চরিত্রে সুমিত গাঙ্গুলি
- প্রভুর চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী
- আদিত্যর মায়ের চরিত্রে তুলিকা বসু
- মধুশ্রী দাসের চরিত্রে সৌমিলি বিশ্বাস
- ভাস্কর চরিত্রে বিভান ঘোষ
- ট্যাব শাস্ত্রী চরিত্রে শুভাশীষ মুখোপাধ্যায়
- কানাই দা চরিত্রে সুপ্রিয় দত্ত
- কাজল চরিত্রে কোয়েনা মিত্র
- রাইয়ের বন্ধুর চরিত্রে তৃণা সাহা
কাহিনী সংক্ষেপ:
মুভির শুরুতে দেখা যায় আদিত্যের (জিৎ) বাবা তার একমাত্র ছেলে আদির কুষ্টি বিচার করতে এক গনকের কাছে গেছেন তিনি তাকে বলেন যে, আপনার ছেলে একটি আছলা বাশ যখন যাকে পাবে তখন তাকে বাশ দিবে বাবাকেও ছাড়বে না। এরপর দেখা যায় আদি একটি মেয়েকে বিয়ে বাড়ি থেকে নিয়ে পালাচ্ছেন, মেয়েটি আর কেউ না দিবাকর রায়ের বোন শ্রুতি। দিবাকর রায় একজন মাফিয়া কিং সে তার বোনকে খোজার জন্য তার দলের লোক চারিদিকে খুজে বেরাচ্ছে। কিন্তু আদি মেয়েটি নিজের জন্য নিয়ে পালাইনি তার বন্ধু সুদিপের জন্য নিয়ে পালিয়েছে। দিবাকরের হাত থেকে বাচার জন্য আদি বেনারসে যায় এবং সেখানে গিয়ে তার বন্ধু বাসায় উঠে। বেনারসে গঙ্গার ধারে মন্দিরে পূজা দিতে গিয়ে আদি সেখানে সে এক সুন্দরী মেয়েকে দেখতে পায়, প্রথম দেখাতেই আদি তার প্রেমে পড়ে যায়। তার পরের দিন আদি মেয়েটিকে খুজতে কলেজে যায় সেখানে গিয়ে আদি মেয়েটাকে খুজে পায় এবং তার নামটাও জানতে পারে। মেয়েটার নাম রাই (কোয়েল মল্লিক) যে কলেজে একটি গং চালায়, তারা সারা ক্ষন ছেলেদের পিছনে পড়ে থাকে এবং তাদের নানা ভাবে আত্যাচার করে।
এরপর আদি রাইয়ের কলেজে পুলিশের ব্যাশ ধরে যায় এবং রাই যে গং চালায় তাকে সে ব্যাপারে সতর্ক করে যাতে এমন না করে। এরপর থেকে রাই আর কাউকে র্যাগিং করে না কিন্তু হঠাৎ করে একদিন জানতে পারে আদি আসলে কোনো পুলিশ না তাকে তপ দিচ্ছে।
একনজরে | “বেশ করেছি প্রেম করেছি” মুভির বিবরণ |
---|---|
পরিচালক | রাজা চন্দ |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা ও নিসপাল সিং |
শ্রেষ্ঠাংশে | জিৎ ও কোয়েল মল্লিক |
প্রযোজনা কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস |
সম্পাদক | মোঃ কালাম |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
দৈর্ঘ্য | ১৪৪ মিনিট |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত দেশ | ভারত |
মুক্তির তারিখ | ১৭ জুলাই ২০১৫ |
বেশ করেছি প্রেম করেছি ডাউনলোড লিংক
বেশ করেছি প্রেম করেছি মুভি ডাউনলোড লিংক সকলের জন্য নিচে দেওয়া হচ্ছে। মুভি ডাউনলোড করার জন্য নিচে ২টি লিংক দেওয়া হয়েছে। উক্ত ২টি লিংকের মধ্যে ১টি লিংক থেকে বেশ করেছি প্রেম করেছি ফুল মুভি ডাউনলোড করতে পারবেন। তাই নিচে দেয়া ২টি লিংকেই ট্রাই করুন। কারণ যে কোনো একটি লিংক থেকে “বেশ করেছি প্রেম করেছি” মুভি ডাউনলোড হবে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Besh Korechi Prem Korechi Full Movie Download Link 1
File Size: 1.48 GB
Duration: 2:23:34 Hours
Besh Korechi Prem Korechi Movie Download Link 2
File Size: 1.48 GB
Duration: 2:23:34 Hours
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।