Last updated on December 15th, 2024 at 05:07 pm
টোটাল দাদাগিরি ২০১৮ সালে মুক্তি পেয়েছে। মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী।
২০১৭ সালের তেলেগু সিনেমা নেনু লোকালের কাহীনির উপর নির্মিত হয়েছে টোটাল দাদাগিরি। মুভির মূল গল্প লেখা হয়েছে দুইজন কলেজ শিক্ষার্থীর প্রেম কাহীনি নিয়ে। তাদের একজনের নাম জয় এবং অন্য জনের নাম জোনাকি। জয় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ালেখা করে। কিন্তু গত কয়েকবছর যাবৎ পরীক্ষায় পাস করতে পারছেনা। তাই বাড়িতে অনেক সমস্যায় পড়তে হয় জয়কে। জয়ের বাবা প্রতিদিনি বকা দিয়ে থাকেন বারবার পরীক্ষায় ফেল করায়।
অন্যদিকে জোনাকি মেডিকেল কলেজের ছাত্রী। কিছুদিনের মধ্যে তার এম.বি.বি.এস পড়া সম্পন্ন হবে। একদিন জোনাকি তার বান্ধবীর কথায় একটি ছেলের গালে চড় দেয়। সেই ছেলেটি ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র জয়। পরে জনাকি বুঝতে পারে, সে ভুল ছেলেকে মেরেছে। এতে অনেক মন খারাপ হয় জোনাকির। তাই জয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়।
যদিও জোনাকি ভুল করে চর দিয়েছিল, তাই ক্ষমা চায়। কিন্তু জয় এতে মন খারাপ করেনি। বরং উলটো জোনাকির প্রেমে পড়ে যায়। তাই দেরি না করে নিজের মনের কথা জানিয়ে দেয় জোনাকিকে। কিন্তু কোনোভাবেই জোনাকি রাজি হয়না।
বেশ কিছুদিন পরে জোনাকি জয়কে ভালোবাসতে শুরু করে। কিন্তু জোনাকির বাবা মেনে নেয়না। এভাবেই চলতে থাকে টোটাল দাদাগিরি মুভির গল্প। অনেক সমস্যার মোকাবিলা করে জয় ও জোনাকির ভালোবাসা সার্থকতা লাভ করে।
টোটাল দাদাগিরি এর অভিনয়শিল্পী তালিকা
- জয় দাস চরিত্রে যশ দাশগুপ্ত
- জোনাকি চরিত্রে মিমি চক্রবর্তী
- জোনাকির বাবা চরিত্রে রজতাভ দত্ত
- বিভূতিভূষণ চরিত্রে শংকর চক্রবর্তী
- জয়ের বাবা বিভূতিভূষণ দাসের চরিত্রে শঙ্কর চক্রবর্তী
- জয়ের মা আশাপূর্ণা দাসের চরিত্রে পুষ্পিতা মুখার্জি
- শ্রেয়ার চরিত্রে দেবপর্ণা চক্রবর্তী
- সুখীরামের চরিত্রে রাজীব বসু
- ইন্সপেক্টর সিদ্ধার্থ চ্যাটার্জির চরিত্রে সৌরভ চক্রবর্তী
- খলনায়ক হিসেবে প্রদীপ ধর
- রাজু ঠক্কর
- ভাস্কর দেব
টোটাল দাদাগিরি ফুল মুভি ডাউনলোড
Total Dadagiri Full Movie Download
File Size: 1.47 GB
Duration: 3:30:01 hours
১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।