Last updated on November 29th, 2024 at 04:28 pm
বিন্দাস একটি ভারতীয় বাংলা হিট মুভি যা ২০১৪ সালে মুক্তি পেয়েছে। মুভিটি মাহেন্দ্র সোনী ও শ্রীকান্ত মোহতার যৌথ প্রযোজনায় পরিচালনা করেছেন রাজীব কুমার বিশ্বাস। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর অধীনে এই মুভির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী, দেব ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দেব এম.পি হবার পর এটিই তার প্রথম মুভি এবং পরিচালক রাজীবের সাথে সায়ন্তিকার এটাই প্রথম কাজ। মুভিটি তেলুগু চলচ্চিত্র “মির্চির” পুনঃনির্মাণ।
এই মুভির রিভিউতে সংবাদ প্রতিদিন কম্পিউটার গ্রাফিক্সে ও দেবের অভিনয়ের উচ্চকিত প্রশংসা করে বলেন, “বিন্দাস মুভির পরিচালক মুভিটি জনপ্রিয় হবার ফর্মুলা থেকে এক চুলও ছার দেননি।” নাউরানিং ডট কম মুভির রিভিউতে ৩/৫ তারকা দিয়ে এর জমজমাট কাহিনির খুবি প্রশংসা করে বলেন মুভিটি সকলের “অবশ্যই দেখা উচিত”।
বিন্দাস মুভিতে অভিনয় করেছেন
- অঞ্জলি চরিত্রে শ্রাবন্তী
- অভিমন্যু চরিত্রে দেব
- দিবাকর সেন চরিত্রে চিরঞ্জিত
- কাজল চরিত্রে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
- সুপ্রিয় দত্ত
- খরাজ মুখোপাধ্যায়সহ বহু গুনী শিল্পী এই মুভিটিতে অভিনয় করেছেন।
বিন্দাস মুভির কাহিনি
রাজনীতিবিদ দিবাকর সেনের (চিরঞ্জিত) একমাত্র ছেলে অভিমন্যু (দেব)। তার সাথে কাজলের (সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়) ইতালিতে দেখা হয় এবং সে তার কাছ থেকে জানতে পড়ে যে সে তার শত্রু পক্ষের মেয়ে। গ্রামে এখনও মারামারি খুনাখুনি লেগেই আছে তখন সে ঠিক করে দেশে ফিরে এসে এর সমাধান করবে। কাজলের বড় ভাইয়ের বন্ধুত্ব করে তার সাথে তাদের বাড়ি যায। সেখানে গিয়ে সে এক এক করে সবার মন জয় করে নেয়। বাড়ির সবাই মিলে ঠিক করে কাজলের সাথে আভির বিয়ে দিবে, কাজলও বিয়েতে রাজি সে আভির কাছে যায় তখন আভি তাকে বলে সে এই বিয়ে করতে পারবে না। কারন সে তাদের জাত শত্রু দিবাকর সেনের ছেলে তখন মুভি ফ্লাসব্যাকে যায়।
অভিমন্যু তার মায়ের সাথে কলকাতা থাকেন, ছোট বেলা থেকে সে কখন তার বাবাকে দেখেনি এমনকি তে তর বাবা তাও জানেন না। সে তার বাবার সাথে দেখা করতে গ্রামে আসে, সেইদিন অঞ্জলিকে (শ্রাবন্তী) দেখতে ছেলে আসবে তাকে তারানোর জন্য তার ছোট বেলার এক বন্ধুকে সাথে নিয়ে রাস্তায় দারিয়ে থাকে। তখন সেখানে আভির গারি এসে থামে এবং সে দিবাকরের বাড়ির ঠিকানা জানতে চায়। তারা মনে করে আভি সে ছেলে যে অঞ্জলিকে দেকতে আসছে কিন্তু পরে জানতে পারে সে আসলে দিবাকরের ছেলে। অঞ্জলি প্রথম দেখাতেই আভির প্রেমে পড়ে যায়। একদিন অঞ্জলিকে দেখতে ছেলে পক্ষ আসলে অঞ্জলি আভির মাকে ফোন করে বলে বড়মা আমি আভিকে ভালোবাশি আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করে সুখি হতে পাড়ব না। তখন আভিকে তার মা গ্রামে পাঠিয়ে দেয় বিয়ে করার জন্য। কিন্তু বিয়ের দিন শত্রুপক্ষ বাড়িতে ডুকে গন্ডগোল করে সেই সময় একজন গুন্ডা আভির মার পিঠে ছুড়ি ডুকিয়ে দেয় এবং সে মারা যায়। দিবাকর ছেলের উপর রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দেন। এর পর আবার বর্তমানে ফিরে আসে সিন।
কাজল আভিকে তার বাড়ি থেকে চলে যেতে বলে কিন্তু আভি তার কথা শুনেন না। কাজলের ছোট কাকা আভিকে ডেকে দিবাকরের ছেলেকে মারার জন্য বলে, তখন আভি তাকে বলে দেয় যে সেই হল তার জাত শত্রু দিবাকরের একমাত্র ধেলে আভিমন্যু। কথাটা শোনার সাথে সাথে সে আভিকে মারতে শুরু করে, তখন বাড়ির সবাই তাকে বাড়ন করে কারন আভি সবার মন পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। সবার কথা শুনে সেও সব শত্রুতা ভুলে যায় এবং আভিকে বুকে জরিয়ে ধরে। আবশেষে আভি আর অঞ্জলির কাছে যায় এবং তার অভিমান ভাঙ্গিয়ে বুকে জরিয়ে ধরার মধ্য দিয়ে মুভিটা শেষ হয়।
একনজরে | “বিন্দাস” মুভির বিবরণ |
---|---|
পরিচালক | রাজীব কুমার বিশ্বাস |
প্রযোজক | মাহেন্দ্র সোনী ও শ্রীকান্ত মোহতা |
শ্রেষ্ঠাংশে | দেব, শ্রাবন্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় |
প্রযোজনা কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
দৈর্ঘ্য | ১৫৪ মিনিট |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত দেশ | ভারত |
মুক্তির তারিখ | ২০১৪ সালের ২৫ শে জুলাই |
নির্মাণব্যয় | ৩ কোটি ৮০ লক্ষ |
আয় | ৫ কোটি ৭৮ লক্ষ |
বিন্দাস ফুল মুভি ডাউনলোড লিংক
বিন্দাস ফুল মুভি ডাউনলোড করার জন্য নিচে ৩টি লিংক দেওয়া হয়েছে। উক্ত ৩টি লিংকের মধ্যে ১টি লিংক থেকে বিন্দাস মুভি ডাউনলোড করতে পারবেন। তাই নিচে দেয়া ৩টি লিংকেই ট্রাই করুন। কারণ যে কোনো একটি লিংক থেকে “বিন্দাস” মুভি ডাউনলোড হবে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Bangla Movie Bindaas Link 1
File Size: 852 MB
Duration: 2:33:30 Hours
Bindass Movies Download 2
File Size: 852 MB
Duration: 2:33:30 Hours
Bindass Movies Download Link 3
File Size: 1.82 GB
Duration: 2:33:30 Hours
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।