ভাইজান এলো রে ফুল মুভি লিংক - Bhaijaan Elo Re Movie Link
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা ভাষার হাস্যরসাত্মক, মারপিট ও প্রণয়ধর্মী একটি মুভি হল ভাইজান এলো রে। মুভিটি এসকে মুভিজের ব্যানারের অধীনে প্রযোজনা করেছেন হিমাংশু ধনুকা ও অশোক ধানুকা এবং পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাকিব খান ও পায়েল সরকার।
২০১৮ সালের ৯ মে এসকে মুভিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে মুভিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তারপরে ১৯ মে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে মুভিটির ট্রেইলার অবমুক্ত করা হয়। ১৫ জুুন ২০১৮ ভাইজান এলো রে মুভিটি ৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং একই বছরের ২৭ জুলাই বাংলাদেশে একযোগে ১০৯টি প্রেক্ষাগ্রহে মুুুুক্তি পায়।
মুভিটির কাহিনী জমস দুই ভাইকে ঘিরে তৈরি করা হয়েছে। জন্মের সময় ঘটনাক্রমে যারা আলাদা হয়ে যায় এবং ২৮ বছর পর ভাই (শাকিব খান) এবং জান (শাকিব খান) বড় হয় যায় বাট তাদের একে অপরের ব্যবহার সম্পর্ন রূপে ভিন্ন। ভাই একজন স্পষ্টভাষী এবং সব সময় কিছু না কিছু সমস্যা সৃষ্টি করেই থাকে তবে বেশ সাহসী কস্টিউম ডিজাইনার, অন্যদিকে জান বেশ লাজুক এবং ভীরু সভাবের। বছরের পর বছর দুই ভাই আলাদা থাকার পরে ভাগ্য তাদেরকে আবারও একত্রিত করে এবং তখনই শুরু হয় মুভির আসল আকর্ষণ।
অভিনয়ে
- আজান / উজান চরিত্রে শাকিব খান
- হিয়া চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জি
- রুনা চরিত্রে পায়েল সরকার
- হিয়ার বাবার চরিত্রে রজতাভ দত্ত
- আজান / উজান দিদি চরিত্রে দীপা খন্দকার
- শান্তির চরিত্রে মনিরা মিঠু
- সুধীর মুখোপাধ্যায়ের চরিত্রে শান্তিলাল মুখার্জি
- আজানের বন্ধুর চরিত্রে বিশ্বনাথ বসু
- মৃতুল সেন
- সৌরভ ঘোষ
- চুরাভানু বসু
- ডোনা প্রেস্টন
- সুকন্যা ভট্টাচার্য
- কিরীটী করজিলাল
- জয়ন্ত হোর
- অমিতাভ ভট্টাচার্য
- পল্টু পোলে
- সোমর পাল
- মৌসুমী সাহা
- লি নিকোলাস হ্যারিস
- রিচার্ড ব্যাঙ্কস
- ওলগা স্যাভিক
- ইমান জান্দ
- রোমেল ওনুওহা
একনজরে | "ভাইজান এলো রে" মুভির বিবরণ |
---|---|
পরিচালক | জয়দীপ মুখার্জী |
প্রযোজক | অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা |
শ্রেষ্ঠাংশে | শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পায়েল সরকার |
প্রযোজনা কোম্পানি | এসকে মুভিজ |
দৈর্ঘ্য | ১৫৮ মিনিট |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত দেশ | ভারত |
মুক্তির তারিখ | ১৫ জুন ২০১৮ (ভারত) ২৭ জুলাই ২০১৮ (বাংলাদেশ) |
নির্মাণব্যয় | আনু. ৫ কোটি |
আয় | ১.০৯ কোটি (ভারত) (প্রথম ছয়দিন) |
ভাইজান এলো রে ডাউনলোড লিংক
ভাইজান এলো রে মুভি ডাউনলোড লিংক সকলের জন্য নিচে দেওয়া হচ্ছে। মুভি ডাউনলোড করার জন্য নিচে ২টি লিংক দেওয়া হয়েছে। উক্ত ২টি লিংকের মধ্যে ১টি লিংক থেকে ভাইজান এলো রে ফুল মুভি ডাউনলোড করতে পারবেন। তাই নিচে দেয়া ২টি লিংকেই ট্রাই করুন। কারণ যে কোনো একটি লিংক থেকে "ভাইজান এলো রে" মুভি ডাউনলোড হবে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Bhaijaan Elo Re Full Movie Download Link 1
File Size: 1.43 GB
Duration: 2:33:49 Hours
Bhaijaan Elo Re Movie Download Link 2
File Size: 1.43 GB
Duration: 2:33:49 Hours