Last updated on November 29th, 2024 at 04:55 pm
বলো না তুমি আমার একটি কমেডি সিনেমা। সুজিত মন্ডল পরিচালিত এই সিনেমাতে প্রযোজনা করেছেন “শ্রী ভেঙ্কটেশ ফিল্মস” কোম্পানি। এবং এই সিনেমার শ্রেষ্টাংশে অভিনয় করেছেন দেব, কোয়েল মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, টোটা রায় চৌধুরী সহ নাম না জানা আরো অনেকে। তেলুগু সিনেমা হ্যাপি থেকে অনুপ্রাণিত সিনেমাটি ২০১০ সালের ১৫ই জুন মুক্তি পেয়েছেন এবং এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুল।
বলো না তুমি আমার মুভির কাহিণী সংক্ষেপ
মুভির শুরুতে দেখা যায় উত্তরবঙ্গের এক মেডিকেলে মধুরিমা (কোয়েল মল্লিক) নামে এক ছাত্রীর সাথে অভিষেকর (দেব) আলাপ হয়। কলকাতায় আসার পরে তারা একে অপরকে বিভিন্ন ভাবে বিরক্ত করতে থাকে। অভিষেক একটি পিৎজার দোকানে চাকরি করতেন। এক পর্যায় ভুল বোঝাবুঝির কারণে মধুরিমার বাবা তার বিয়ে ঠিক করেন সৌম্যদীপ সেন নামে এক পুলিশ অফিসারের সাথে। মধুরিমার বাবাও একজন পুলিশে অফিসার ছিলেন। কিন্তু মধুরিমা ভাবে বিয়ের পরে তার পড়াশোনার ক্ষতি হবে যেকারণে সে অভিষেকের সাথে যোগাযোগ করে বিয়ে ভাঙায় জন্য। অভিষেক কি করবে বুঝতে না পেরে “সৌম্যদীপকে” ফোন করে বলে যে তার আর মধুরিমার মধ্যে ভালোবাসার সম্পূর্ক রয়েছ। সৌম্যদীপ খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি এক পর্যায়ে অভিষেকের সাথে মধুরিমার বিয়ে দিয়ে দেয়। সৌম্যদীপ পুলিশ হওয়ায় কারনে তারা ভয়ে কিছু বলতে পারে না। এরপর মধুরিমাকে তার বাবা বাড়ি থেকে বের করে দেন। সৌম্যদীপ অভিষেক আর মধুরিমাকে তার নিজের একটি ফ্ল্যাট দিয়ে দেন। তারা হাসিমুখে সব কিছু মেনে নেয়, কিন্তু ভিতরে ভিতরে রেগে ফেটে যান। তারপর সৌম্যদীপ চলে গেলে তারা বাসার মাঝে একটি সাদা দাগ কাটে এবং তারা ঠিক করে কেউ কারো পাশে যাবে না।
মধুরিমার মেডিকেল পড়ার খরচ চালানোর জন্য এক পর্যায়ে দুই লক্ষ টাকার দারকার হয়। অভিষেক স্টান্টম্যানের কাজ করে মধুরিমার জন্য দুই লক্ষ টাকা জোগাড় করে। পরীক্ষার ফলাফল বের হলে দেখা যায় মধুরিমা কলেজের মধ্যে প্রথম হয়েছে। এরমধ্যে অভিষেক বিপজ্জনক স্টান্ট করার সময় আহত হন, অভিষেক দেখতে হাসপাতালে যাবার পথে রুদ্র নামের এক পুলিশ অফিসার মধুরিমার বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মধুরিমাকে মিথ্যা অপরাধে জেলে নিয়ে যায়। অভিষেক এই কথা জানতে পেরে মধুরিমাকে বাচাঁতে থানায় ছুটে যায় এবং রুদ্রকে অনেক মারতে থাকে। তখন সেখানে সৌম্যদীপ চলে আসে এবং রুদ্রকে বাচিঁয়ে নেয়। সৌম্যদীপ মধুরিমার বাবাকে অনুরোধ করেন এবং বুঝায় তারা একে অপোরকে কতটা ভালেবাসে শেষে তিনি অভিষেকে মেয়ের জামায় হিসেবে মেনে নেয়।
একনজরে | “বলো না তুমি আমার” মুভির বিবরণ |
---|---|
পরিচালক | সুজিত মন্ডল |
প্রযোজক | সুরিন্দার ফিল্মস |
শ্রেষ্ঠাংশে | দেব ও কোয়েল মল্লিক |
প্রযোজনা কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
চিত্রগ্রাহক | কুমুদ বর্মা |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ২ ঘন্টা ৩৫ মিনিট ২৩ সেকেন্ড |
মুক্তিপ্রাপ্ত দেশ | ভারত |
মুক্তির তারিখ | ১৫ই জুন ২০১০ |
বলো না তুমি আমার ফুল মুভি ডাইনলোট লিংক
বলো না তুমি আমার ফুল মুভি ডাউনলোড করার জন্য নিচে ২টি লিংক দেওয়া হয়েছে। উক্ত ২টি লিংকের মধ্যে ১টি লিংক থেকে বলো না তুমি আমার ফুল মুভি ডাউনলোড করতে পারবেন। তাই নিচে দেয়া ২টি লিংকেই চেষ্টা করুন। কারণ যে কোনো একটি লিংক থেকে “টনিক” মুভি ডাউনলোড হবে। আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Bolo Na Tumi Amar Full Movie Download Link 1
File Size: 1.12 GB
Duration: 2:35:23 Hours
Bolo Na Tumi Amar Movie Download Link 2
File Size: 1.12 GB
Duration: 2:35:23 Hours
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।