Last updated on December 1st, 2024 at 04:49 am
২০১২ সালের টলিউডের একটি জনপ্রিয় চলচ্চিত্র পাগলু ২। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট “পাগলু” মুভির সিকুয়েল এই চলচ্চিত্রটি। তবে, তা শুধু নাম ও অভিনয়ের দিক থেকে, কাহিনিগত দিক থেকে নয়। চলচ্চিত্রটির একটি বড় অংশ ধারণ করা হয় দুবাইয়ে। চলচ্চিত্রটি ৩.৫ কোটি টাকা আয় করেন, ছবিটির ১ম সপ্তাহের বক্স অফিস অনুযায়ী।
পাগলু ২ কাহিনি সংক্ষেপ
দেব একজন সুদর্শন গ্রামের ছেলে যে মাধ্যমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ে। তার পড়াশুনো করতে ভালো লাগে না, সে চায় বড়লোক ঘড়ের মেয়েকে বিয়ে করতে। কিন্তু যে মেয়ের সাথে তার প্রথমে বিয়ে ঠিক হয়, সে দেবকে বিয়ে করতে চান না, কারণ দেব কলেজপাস করতে পাড়েন নি। দেব তখন সিদ্ধান্ত নেন যে সে কলকাতায় কলেজে থেকে ডির্গ্রি নিয়ে আসবেন। কলকাতায় যাওয়ার পথে ট্রেনে সে একটি মেয়েকে কিছু বাজে লোকের হাত থেকে বাঁচায়। তিনি কলকাতার একটি কলেজে ভর্তি হন এবং সেই কলেজেই রিয়া (কোয়েল মল্লিক) ও পংআশুনো করতেন। একদিন দেব মহাদেবের মন্দিরে দাড়িয়ে প্রর্থণা করছিলেন, যাতে করে কলেজের গন্ডি সহযেই পার করতে পারেন। সেই সময় নাটকীয়ভাবে রিয়ার সাথে দেখা হয়ে যায় এবং প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। রুদ্র (টোটা রায় চৌধুরী) ঐ শহরের নামকরা একজন গুন্ডা, যেকিনা রিয়াকে ভালবাসে এবং তাকে বিয়ে করতে চায়। রুদ্র সব সময় রিয়ার উপর নজর রাখত এবং যে রিয়ার কাছে আশার চেষ্টা করত রুদ্র তাকেই মারধর করত। তবে, দেব কৌশল করে রুদ্রকে বসে আনে এবং তার কাছ থেকে রিয়ার কাছাকাছি যাবার অনুমতি আদায় করে নেয়। কিছুদিন পর রুদ্র বুজতে পারে দেব আর রিয়া একে আপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুদ্র তখন জোর করে রিয়েকে বিয়ে করার জন্য তুলে নিয়ে যায় এবং দেব সেখানে গিয়ে রিয়াকে তুলে নিয়ে আসে। সেই সময় দুবাইয়ের কিছু গুন্ডা রিয়াকে অপহরণ করে নিয়ে যায় এবং দেবের জন্য দুবাইয়ের ভিসা রেখে যান। কারণ, দুবাইয়ের নাম করা গুন্ডা “দুবাই কেষ্টার” (রজতাভ দত্ত) একমাত্র মেয়ে (রিমঝিম মিত্র) ট্রেনে দেবকে মারামারি করতে দেখেছিলেন এবং তার প্রেমে পড়ে যায়। মেয়ের ভালবাসার মানুষের সাথে বিয়ে দিবার জন্য রিয়াকে অপহরণ করেন। কারণ, তিনি বুজতে পারছিলেন দেবকে তুলে নেওয়া এতো সহজ হবে না তাই কৌশল করে রিয়াকে তুলে নেয়, যাতে করে দেব দুবাই আসতে বাধ্য হন। কিন্তু দেব বুদ্ধি করে “দুবাই কেষ্টার” মেয়েকে হ্যান্ডেল করেন এবং সব সমস্যার সমাধান করেন।
একনজরে | “পাগলু ২” মুভির বিবরণ |
---|---|
পরিচালক | সুজিত মন্ডল |
প্রযোজক | নিসপাল সিং রানে |
শ্রেষ্ঠাংশে | দেব, কোয়েল মল্লিক, টোটা রায় চৌধুরী, রজতাভ দত্ত ও রিমঝিম মিত্র |
প্রযোজনা কোম্পানি | সুরিন্দার ফিল্মস |
দৈর্ঘ্য | ২ ঘন্টা ২৭ মিনিট |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত দেশ | ভারত |
মুক্তির তারিখ | ৩১ আগস্ট ২০১২ |
পাগলু ২ ফুল মুভি ডাউনলোড লিংক
পাগলু ২ ফুল মুভি ডাউনলোড করার জন্য নিচে ২টি লিংক দেওয়া হয়েছে। উক্ত ২টি লিংকের মধ্যে ১টি লিংক থেকে পাগলু ২ ফুল মুভি ডাউনলোড করতে পারবেন। তাই নিচে দেয়া ২টি লিংকেই ট্রাই করুন। কারণ যে কোনো একটি লিংক থেকে “পাগলু ২” মুভি ডাউনলোড হবে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
Paglu 2 Full Movie Download Link 1
File Size: 1 GB
Duration: 2:16:50 Hours
Paglu 2 Movie Download Link 2
File Size: 1 GB
Duration: 2:16:50 Hours
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।