আয়নাবাজি Full Movie Download (HD Video)
২০১৬ সালে মুক্তি পাওয়া আয়নাবাজি সিনেমাটিতে চঞ্চল চৌধুরী এক অসাধারণ অভিনয় করেছেন। পুরো সিনেমা জুড়ে শুধু টুইস্ট আর টুইস্ট। সিনেমাটির যখন ট্রেলার প্রকাশ হয় এবং বেশ কয়েকটি পোস্টার পাবলিশ হয় তখন দেখা যায় চঞ্চল চৌধুরীকে বিভিন্ন সময় বিভিন্ন লুকে। মূলত আয়নাবাজি একটি অপরাধ ধর্মী সিনেমা, সিনেমাটিতে চঞ্চল চৌধুরীকে বিভিন্ন অপরাধীর হয়ে হাজতবাস কাটান। মূলত এটাই ছিল চঞ্চল চৌধুরীর প্রধান পেশা তবে তার একটি গানের স্কুল ছিল ছোট বাচ্চাদের। মাঝে মাঝে তিনি নিরুদ্দেশ হয়ে যেতেন। তার নিরুদ্দেশের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন তিনি জাহাজের একটি চাকরি করেন বা কাজ করেন মাঝে মাঝে কাজ পেলে তখন চলে যান। আবার যখন কাজ শেষ হয়ে যায় তখন ফিরে এসে তার গানের স্কুলে বাচ্চাদের গান শেখান। কিন্তু বাস্তবে তার এই নিরুদ্দেশের একমাত্র কারণ হলো তিনি বিভিন্ন অপরাধীর হয়ে হাজতবাস করতেন। এই কাজটি করতে তিনি মোটা অংকের টাকার নিতেন। যখন যে অপরাধী হয়ে হাজতবাস করবেন তখন সেই অপরাধী কণ্ঠস্বরে কথা বলা তার মতো আচার ব্যবহার দেখানোসহ সবকিছু সেই অপরাধীর অনুকরণ করতে পারতেন বলে তিনি অনেক জনপ্রিয় ছিলেন।
অভিনয়ে
- চঞ্চল চৌধুরী
- মাসুমা রহমান নাবিলা
- পার্থ বড়ুয়া
- লুৎফর রহমান জর্জ
- বাদশা
- বৃন্দাবন দাশ
- জামিল হোসেন
- গাউসুল আলম শাওন
- শরিফুল
- ইফফাত তৃষা
- সবুজ আহমেদ
- মজনুসহ আরো অনেকে।
আয়নাবাজি মুভির পাটভূমি
কাহিনীর শুরুতেই দেখা যায় শরাফাত করিমা আয়না নামের একজন ব্যক্তি পুরান ঢাকায় ছোটদের একটি নাটকের স্কুল চালায়। স্থানীয় সকলেই জানে তিনি জাহাজে কুকের কাজ করেন এবং এ কাজের জন্য মাঝে মাঝে তাকে দুই তিন মাসের জন্য চলে যেতে হয়। কিন্তু আসলে সে কোন কুক ছিল না, দুই তিন মাসের জন্য সে বাহিরে যেত এবং এই সময়টা বিভিন্ন অপরাধীর হয়ে কারাদণ্ড প্রাপ্ত অপরাধীর হয়ে জেল খাটতো এবং তার এই কাজ বা অর্ডার নিয়ে দিতো স্থানীয় হলিউড স্টুডিওর পরিচালক গাউসুল।
সিনেমার প্রথম দিকে দেখা যায় নারী নির্যাতন কিসের অপরাধী এক ব্যবসায়ীর হয়ে শারাফাত করিমা আয়না হাজতবাসের জন্য চুক্তিবদ্ধ হয়। আয়না সেই অপরাধী সাথে দেখা করে এবং তার কথাবার্তা এবং আচার-আচরণ রক্ত করে ফেলে এরপর সেই অপরাধীকে যখন জেলে নিয়ে যাওয়া হয় জেলে যাওয়ার পথে পুলিশের মাধ্যমে সেই অপরাধীকে সরিয়ে আয়না কে তুলে নেওয়া হয়।
এভাবেই শরাফত করিম আয়না বিভিন্ন অপরাধীর হয়ে হাজতবাস করাকে পেশা হিসেবে বেছে নেয়।
এক নজরে আয়নাবাজি
- পরিচালক: অমিতাভ রেজা
- প্রযোজক: গিয়াস উদ্দিন আদিল ও গাউসুল আলম শাওন
- শ্রেষ্ঠাংশে: চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও পার্থ বড়ুয়া
- প্রযোজনা কোম্পানি: কন্টেন্ট ম্যাটারস লিমিটেড ও হাফ স্টপ ডাউন
- সম্পাদক: ইকবাল কোবির জুয়েল
- চিত্রগ্রাহক: রাশেদ জামান
- মুক্তি: ৩০ সেপ্টেম্বর ২০১৬
- ভাষা: বাংলা
- দেশ: বাংলাদেশ
- দৈর্ঘ্য: ১৪৭ মিনিট
- নির্মাণ ব্যয়: ১ কোটি ৭০ লক্ষ টাকা
- আয়: ২ কোটি ১৩ লক্ষ টাকা (প্রথম দুই সপ্তাহ)
আয়নাবাজি Full Movie Download
Aynabaji Full Movie Download
File Size: 1.34 GB
Duration: 2:27:26 hours